দুপুর ২:৩৮, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







বলিউড নায়িকা কাজলের মৃত্যুতে মেয়ের কান্না

বিনোদন ডেস্ক: বলিউডের সুখী দ’ম্পতি অজয় দেবগন ও কাজলের সংসার ভালোবাসায় ভ’রিয়ে রে’খেছে তাদের দুই সন্তান নিশা ও নাইশা। ‘দুই’ মেয়েকে প্রচুর সময় দেন কাজল। দেশ-বিদেশে তাদের নিয়ে ঘুরে বেড়ান। মেয়েদের সঙ্গে নিয়ে ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সম্প্রতি ছোট মেয়ে নাইশাকে ঘিরে ঘটেছে অন্যরকম এক ঘটনা।

‘স’ম্প্রতি কারিনা কাপুরের রেডিও শোয়ে হাজির হয়ে সেই গল্প শোনালেন কাজল, একবার সিনেমা হলে সিনেমা দেখ’তে গিয়ে নাকি কাঁদতে শুরু ক’রেছিলো নাইশা। ‘সিনে’মা হলে তার কান্না থামা’নো যাচ্ছিলো না। সিনে’মায় মা কাজলের একটি দৃ্শ্য দেখে ভীষণ রকম ভেঙে পড়েছিলো সে’।

কাজল বলেন, ‘নাইশাকে নিয়ে আমার অভিনীত ‘উই আর ফ্যামিলি’ সিনেমাটি দেখতে গিয়েছি’লাম। সিনেমা দেখতে গিয়ে আচমকাই কাদতে শুরু ক’রে দেয় নাইশা। ওই সিনে’মায় দেখানো হয়, ৩ সন্তানকে রেখে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাই আ’মি, পর্দায় মায়ের মৃ ত্যু দেখে সহ্য করতে পারেনি আমার মেয়ে। ফলে সিনে’মার মাঝেই কাঁদতে শুরু করে নাইশা।’

‘সিদ্ধার্থ মালহোত্রা নির্মাণ করেছিলেন ‘উই আর ফ্যামিলি’ সিনেমাটি। কাজল এতে মায়া চ’রিত্রে অভিনয় করেন। এই সিনেমায় আরও ছিলেন অর্জুন রামপাল, কারিনা কাপুর প্রমুখ৷ বর্তমানে ‘তানাজি’ সিনেমার প্রমোশনে ব্য’স্ত কাজল। এই সিনে’মায় স্বামী অজয় দেবগণের সঙ্গে অভিনয় ক’রেছেন তিনি। কাজল-অজয়ের সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করছেন সাইফ আ’লী খান’৷