সকাল ৬:৪২, ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







প্লেন ল্যান্ডিং’র মাধ্যমে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হবে

পানকৌড়ি নিউজ: ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যার্বতন দিবসে বঙ্গবন্ধুর ফিরে আসার প্রতীকী পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে বিকাল ৫টায় তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব বর্ষের ক্ষণগণনার (কাউন্টডাউন) শুরু হবে।

‘১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফিরে এসে ওই স্থানে বিকাল ৫টায় প্লেন থেকে নেমেছিলেন। ওই দিনটিকে স্মরণ রেখে বিকাল ৫টায় বাংলাদেশ বিমান বাহিনীর ১৩০জে উড়োজাহাজ প্যারেড গ্রাউন্ডে ল্যান্ড করবে, তার সঙ্গে সঙ্গে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হবে’।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে মুজিব বর্ষ উদযাপন সমন্বয় কমিটির সভায় এসব তথ্য জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।’

‘কামাল আবদুল নাসের আরও জানান, ক্ষণগণনার অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে যারা তাঁকে স্বাগত জানিয়েছিলেন তাদের জড়ো করার প্রচেষ্টা চালানো হচ্ছে’।