রাত ১১:০১, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







ঢাবি শিক্ষার্থী ধর্ষণ ঘটনার তদন্ত পুলিশের একনম্বর অগ্রাধিকার: আইজিপি

পানকৌড়ি নিউজ: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, একনম্বর অগ্রাধিকার দিয়ে কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা তদন্ত করছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ‘দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহে ‘আইজিপি ব্যাজ’ প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন’।

আইজিপি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ ঘটনার তদন্ত এখন বাংলাদেশ পুলিশের একনম্বর অগ্রাধিকার। পুলিশের সবগুলো ইউনিট অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘সময় বেঁধে দিয়ে তদন্ত করা যায় না। কোনও ঘটনা একঘণ্টার মধ্যেই বের করা সম্ভব হয়। আবার কোনও কোনও ঘটনার তদন্ত শেষ করতে সময় লাগে। দেখতে হবে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করছি কিনা’।;