দুপুর ২:৩০, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







পিলখানা হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় বুধবার

পানকৌড়ি নিউজ: পিলখানা হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় বুধবার (৮ জানুয়ারি) প্রকাশ করবেন হাইকোর্ট।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ’সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারপতিদের স্বাক্ষরের পর বুধবার সকাল ১০টায় এ রায় প্রকাশিত হবে’।

এর আগে ২০১৭ সালের ২৬ ও ২৭ ’নভেম্বর টানা দুই দিনে পিলখানা হত্যাকাণ্ড মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ে, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ আসামির মধ্যে ১৩৯ জনের ফাঁসির রায় বহাল রাখা হয়। একইসঙ্গে ৮ জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন ও চার জনকে খালাস দেওয়া হয়’।

অন্যদিকে, ’এ মামলার অন্যতম আসামি বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু হাইকোর্টের বিচার চলাকালীন সময়ে মারা যান। পাশাপাশি বিচারিক আদালতে যাবজ্জীবন পাওয়া ১৬০ জন আসামির মধ্যে ১৪৬ জনের সাজা বহাল রাখেন হাইকোর্ট। এদের মধ্যে দুই জন আসামির মৃত্যু এবং ১২ জন আসামিকে খালাস দেওয়া হয়’।

এছাড়া, ’জজ আদালতে খালাস পাওয়া ৬৯ আসামির মধ্যে রাষ্ট্রপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে ৩১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলায় ৪ জনকে সাত বছরের কারাদণ্ড এবং ৩৪ জনকে খালাসের বিচারিক আদালতের রায় বহাল রেখেছিলেন হাইকোর্ট’।