ভোর ৫:৪৪, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ







পরিচয়পত্র থাকলে ভোট কেন্দ্রে প্রবেশে বাধা নেই সাংবাদিকদের

পানকৌড়ি নিউজ: নির্বাচন কমিশনের দেওয়া পরিচয়পত্র নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। ’নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে নিজ দফতরে তিনি সাংবাদিকদের এ কথা জানান’।

’সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশের বিষয়ে তিনি বলেন, সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেওয়া হবে। সাংবাদিকরা আচরণবিধি অনুযায়ী সব কিছু করতে পারবেন। তারা গোপন কক্ষ ছাড়া কেন্দ্রে অবাধে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে বাধা দেওয়া যাবে না। পোলিং অফিসার, প্রার্থীদের এজেন্টসহ সবার বক্তব্যও নিতে পারবেন। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে’।

উল্লেখ্য ’আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই দুই সিটিতে ভোটগ্রহণ চলবে। পুরো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে’।