রাত ২:৪৬, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







নানককে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে কাল

পানকৌড়ি নিউজ: ‘আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর নানক এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। কাল বুধবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লব জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন নানক। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন।’

‘সোমবার সকালে ঘুম থেকে উঠার পর বুকে ব্যথা শুরু হয় নানকের। তাৎক্ষনিক তাকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা শেষে তার এনজিওগ্রাম করেন। হার্ডের রক্তনালীতে একটি ব্লক ধরা পরে। তাৎক্ষনিক রিং পড়ানো হয়।’

‘নানকের অসুস্থার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক মাহাবুব উল আলম হানিফসহ দলের অসংখ্য নেতাকর্মী।’