ভোর ৫:৪৩, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ







আগামীকাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

পানকৌড়ি নিউজ: রাজধানীর রামপুরা-বনশ্রীসহ আশপাশের এলাকায় বুধবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। ’পুরনো সঞ্চালন লাইন সংস্কার করার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে’।

’মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’।

’তিতাসের জনসংযোগ শাখার ব্যবস্থাপক মির্জা মাহবুব হোসেন জানান, রামপুরা ব্রিজের কাছে একটি পুরনো লাইনে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে, বুধবার এই লাইনটি মেরামত করে নতুন করে সংযোগ দেয়া হবে’।

’এই কাজের জন্য দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা, বনশ্রী ও সংলগ্ন এলাকায় সবশ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে’।