সকাল ৭:২৬, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







নির্বাচন থেকে সরে যেতে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে: তাবিথ

পানকৌড়ি নিউজ: ’ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল অভিযোগ করে বলেছেন, নির্বাচন থেকে সরে যেতে নানাভাবে তাকে ভয় দেখানো হচ্ছে।বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর নানাভাবে জুলুম-নির্যাতন শুরু হয়েছে’।

’মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন উত্তর নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এই সভা হয়’।

তাবিথ আউয়াল বলেন, ’বিএনপি ও প্রার্থীদের ন্যায়সঙ্গত দাবি উপেক্ষা করে দুই সিটিতে ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্তে অটল রয়েছে নির্বাচন কমিশন। এতে প্রমাণ হয়, ভোট নিয়ে সরকারের চরম দুরভি’সন্ধি রয়েছে। তিনি বলেন, এ মুহূর্ত থেকে বিএনপি সমর্থিত প্রার্থী ও সমর্থকদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে’।