ভোর ৫:০২, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







নিহত হওয়ার আগে কাগজে যা লিখেছিলেন সোলাইমানি

পানকৌড়ি নিউজ: ’মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়া আগে অসাধারণ ও আধ্যাতিক কিছু কথা লিখে গেছেন ইরানি জেনারেল ও কুদস ফোর্সের প্রধান জেনা’রেল কাসেম সোলাইমানি’।

নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার এসব কথা লিখে যান তিনি।

’ইরানের অন্য’তম সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, সিরিয়ার দামে’স্ক বিমান’বন্দরে তার আবাসিক কক্ষ থেকে কাসেম সোলাইমানির হাতে লিখিত একটি কাগজ উদ্ধার হয়, বৃহস্পতিবার ইরাকের বাগদাদের উদ্দেশ্যে তার বিমান ছেড়ে যাওয়ার আগে দামেস্ক বিমানবন্দরে অবসর সময়ে আধ্যাত্মিক কথাগুলো লিখে যান সোলাইমানি। এমনটাই ধারণা করা হচ্ছে’।

’প্রসঙ্গত গত শুক্রবার ইরাকের রাজ’ধানী বাগদাদের আন্তর্জা’তিক বিমান’বন্দরে কাতার থেকে টার্গেট করা মার্কিন ড্রোন নিহত হন ইরানের এই প্রভা’বশালী শীর্ষ জেনারেল। ওই হাম’লায় কাসেম সোলায়মানির সঙ্গে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছা’সেবী সংগঠন হাশদ আশ-শাবির উপপ্র’ধান আবু মাহদি আল-মুহান্দি’সসহ ১০ জন নিহত হন। এদিকে কুদস’প্রধান সোলাইমানিকে হত্যা করার কথা স্বীকার করে ইশ্ব’র তার পাশে আছেন বলে দাবি করেন মার্কিন প্রেসি’ডেন্ট ডোনাল্ড ট্রাম্প’।