রাত ১২:০৬, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







বাংলাদেশ থেকে বিনা খরচে শ্রমিক নেবে মালয়েশিয়া: এম কুলা সেগারান

পানকৌড়ি নিউজ: ‘বাংলাদেশ থেকে বিনা খরচে শ্রমিক নেবে মালয়েশিয়া। এমনটাই ইঙ্গিত দিয়েছেন মালয়শিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলা সেগারান’।

’সোমবার দেশটির মানবসম্পদ মন্ত্রী এম কুলা সেগারান বলেছেন, নেপালের কর্মী নিয়োগের অনুরূপ চুক্তি করা হবে বাংলাদেশের সঙ্গে। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে’।

’তবে ব্যয় ও স্বচ্ছতা ব্যবস্থার সমাধান হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ সরকার মালয়েশিয়ায় শ্রমিক পাঠাবে না বলে জানিয়েছেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।’

’স্থানীয় সময় ৭ জানুয়ারি দেশটির মালয়েশিয়াকিনি নামক দৈনিক পত্রিকায় প্রকাশ, মালয়েশিয়ায় মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার ঝুঁকি এড়ানোর অংশ হিসেবে বাংলাদেশ থেকে ‘শূন্য-ব্যয়ে’ কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে’।