সকাল ৬:৪১, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







তেহরানে প্লেন দুর্ঘটনায় ১৭০ জন যাত্রী নিহত

পানকৌড়ি নিউজ: তেহরানে ইউক্রেনের বোয়িং ৭৩৭ প্লেন দুর্ঘটনায় সব আরোহী নিহত হয়েছেন। ’ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা্।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়। ’ইউক্রেনের রাজধানী কিয়েভগামী বোয়িং ৭৩৭ প্লেনের সকল যাত্রী নিহত হয়েছেন। প্লেনটিতে ১৭০ জন যাত্রী ও দশ ক্রু ছিলো। প্লেনটির অভ্যন্তরীণ টেকনিক্যালজনিত সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা’।

‘এদিকে সকল যাত্রীর মৃত্যুর বিষয়টি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র’।

এ বিষয়ে ইরানের জরুরি সেবার প্রধান পির হোসেন কৌলিভান্দ বলেন। ‘প্লেনটির আগুন এত বেশি ছিলো যে আমরা কোনও উদ্ধার করতে পারিনি। ঘটনাস্থলে আমাদের ২২টি অ্যাম্বুলেন্স, চারটি বাস অ্যাম্বুলেন্স এবং একটি হেলিকপ্টার রয়েছে’।