দুপুর ১:২৫, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







সিরিয়াল ধর্ষণে মজনুর যত কৌশল

পানকৌড়ি নিউজ: ঢাকিা বিশ্ববিদ্যালয় ছাত্রীর ধর্ষক মজনু একজন সিরিয়াল ধর্ষক বলে স্বীকারোক্তি দিয়েছেন র‌্যাবের কাছে। কিভাবে কাদের ধর্ষণ করতেন সেসব কৌশলের কথাও জানিয়েছেন তিনি।’

‘বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন র‌্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম।’

মজনু জানিয়েছেন, ‘তিনি নিজে একটু ছোট ও পাতলা গড়নের হওয়ার কারণে যাদের টার্গেট করলে তিনি ধর্ষণে সফল হবেন তিনি তাদেরকেই বেছে নিতেন। সেজন্য ভিক্ষুক-প্রতিবন্ধী, শক্তি কম, পাতলা গড়নের নারীদের তিনি টার্গেট করতেন এবং তিনি সফল হতেন।’

মজনু কুর্মিটোলায় যে স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করে একই স্থানে আরও অনেক নারী তার ধর্ষণের শিকার হয়েছে। গ্রেফতারের পর আইনশৃংখলা বাহিনীর কাছে দেয়া প্রাথমিক স্বীকারোক্তিতে এই তথ্য দিয়েছে মজনু।

তিনি বলেন, ‘মজনু একজন সিরিয়াল রেপিস্ট। এর আগে সে ভিক্ষুক ও প্রতিবন্ধী নারীদেরও ধর্ষণ করেছে। মজনু একই স্থানে অনেককে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে।’

মঙ্গলবার রাতে ধর্ষক সন্দেহে মজনুকে আটক করা হয়। ‘পরদিন সকালে ভিকটিম নিশ্চিত করার পরই তাকে গ্রেফতার দেখানো হয়।’