দুপুর ২:২৮, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







বাপ্পী এবং ঝুমার মৃত্যুতে যুব মহীলা লীগের আয়োজনে শোকসভা এবং মিলাদ মাহফিল

লিয়ন মীর: যুব মহিলা লীগের সাবেক যুগ্ন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. ফজিলাতুন্নেছা বাপ্পী এবং ঢাকা মহানগর দক্ষীণ যুব মহীলা লীগের সভাপতি ফরিদা ইয়াসমীন ঝুমা’র আকস্মিক মৃত্যুতে তাদের স্মরণে এবং আত্মার শান্তি কামনায় বাংলাদেশ যুব মহীলা লীগের আয়োজনে এক শোকসভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ ডিসেম্বর) বাদ আসর  ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে  এই শোকসভা এবং মিলাদ অনুষ্ঠিত হয়।

এই শোকসভার সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নাজমা আকতার। সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল ও শোকাহত দুই পরিবারের সদস্যসহ যুব মহীলা লীগের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

এছাড়াও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী এই শোকসভায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বক্তব্য রাখেন।

সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিল তাদের বক্তব্যে শোকাহত দুই পরিবারের প্রতি সমবেদনা এবং শান্তনা প্রকাশ করে সব সময় সুখে-দুখে তাদের পাশে থাকার আশ্বাস ব্যাক্ত করেন। একই সাথে বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করেন তারা।