দুপুর ২:৫৫, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







বাঘিনীর অনিন্দ্য সুন্দর ছবি ভাইরাল

ডেস্ক রিপোর্ট: এক মা বাঘ, সঙ্গে তার শাবক, হেঁটে যাচ্ছে গহীন বনের ভেতর। অপরূপ সুন্দর এ ছবি তুলেছেন ভারতের এক আলোকচিত্রী। তার নাম সিদ্ধার্থ সিং।

ইন্ডিয়া টাইমস জানায়, ভারতে গত বছরের জরিপে বাঘের সংখ্যা বেড়েছে বলে জানা যায়।

‘দেশটির ন্যাশনাল টাইগার কনজারভেশন অথোরিটি এবং বন্যপ্রাণী অধিদপ্তর জানায়, ২০১৮ সালের জরিপে তাদের অংশের সুন্দরবনসহ বাঘের সংখ্যা পাওয়া যায় দুই হাজার ৯৬৭।’

‘বাঘিনী ও তার শাবকদের ছবিটি ভারতের তেরাই অঞ্চলের। ভারতের বন কর্মকর্তা পারভিন তার টুইটারে রবিবার এ ছবি পোস্ট করেন।’এ ছবি ভাইরাল হয়।