রাত ১:৩৩, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







কী বলছে বিশ্ব

পানকৌড়ি নিউজ: জেনারেল সোলেইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে মার্কিন স্থাপনার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্য দিয়ে দৃশ্যত ইরান-মার্কিন যুদ্ধের দামামা বেজে উঠল। গতকাল বুধবার সকালে ইরানের হামলার পরপরই বিশ্বের বিভিন্ন দেশ এ নিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিগুলোর সারসংক্ষেপ এখানে দেওয়া হলো-

যুক্তরাজ্য : ‘যুক্তরাজ্য ইরানের হামলার নিন্দা জানিয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, ব্রিটিশ সেনাসহ ইরাকে সেনা ঘাঁটিতে হামলার নিন্দা জানাচ্ছি। আমরা ইরানের প্রতি আহ্বান জানাই, এ ধরনের অবিবেচক ও মারাত্মক হামরার পুনরাবৃত্তি যেন না হয়।’

ইরাক : ‘ইরাকের সেনাবাহিনী জানিয়েছে ২২টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর মধ্যে ১৭টি আইল আল-আসাদ ঘাঁটিতে বিস্ফোরিত হয়। এ ছাড়া দুটি অবিস্ফোরিত রয়েছে। এ ছাড়া ৫টি ক্ষেপণাস্ত্র ইরবিলে জোট সেনাদের ঘাঁটিতে ছোড়া হয়েছে। এসব হামলায় ইরাকি সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

জাপান : ‘জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তেজনা কমাতে কূটনীতিক প্রচেষ্টার প্রতি জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।’

অস্ট্রেলিয়া : ‘ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ইরাকে অস্ট্রেলিয়ান সেনা ও কূটনীতিকরা নিরাপদে রয়েছে। প্রসঙ্গত ইরাকে অন্তত ৩০০ অস্ট্রেলিয়ার সেনা রয়েছে। তিনি ট্রাম্পের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন।’

ফিলিপাইন : ‘ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাদের নাগরিককে ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছেন। চার মাত্রার সতর্কতা জারি করায় ইরাক ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরাকে প্রায় ১৬০০ ফিলিপাইন নাগরিক রয়েছে।’

পাকিস্তান : ‘ইরাকে সফরের ব্যাপারে নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে পাকিস্তান। নাগরিকদের বাগদাদে পাকিস্তান দূতাবাসের কাছাকাছি থাকতে বলা হয়েছে।’

ভারত : ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাগরিকদের ইরাক ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে ভারত সরকার।’