রাত ১:০৫, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধিতে প্রণোদনা দেয়া হচ্ছে, বস্ত্র দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বস্ত্র দিবসের অনুষ্ঠানে বক্তবে এ কথা বলেন। ‘এর আগে প্রধানমন্ত্রী জাতীয় বস্ত্র দিবস ২০১৯ ও বস্ত্রমেলার উদ্বোধন করেন।’

তিনি বলেন, ‘পোশাক শ্রমিকদের অধিকার নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। কারখানাগুলোকে নিরাপদে রাখতে অগ্নিনির্বাপক যন্ত্রের ওপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে।’

তিনি বলেন, ‘দেশের সার্বিক উন্নয়ন বর্তমান সরকারের প্রধান লক্ষ্য । শুধু পোশাকখাত নয়, সব সেক্টরেই সমান গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সরকার। তার ফলে দেশের দারিদ্রের হার কমে গেছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গৃুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সরকার।’