রাত ১২:০৩, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







আবারও মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

পানকৌড়ি নিউজ: ইরাকে মার্কিন দূতাবাসে ইরানি হামলার রেশ না কাটতেই আবারও রকেট হামলার খবর পাওয়া গেলো। ‘বুধবার দেশটির রাজধানী বাগদাদের কড়া নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে দুটি রকেট আঘাত আনে। পুলিশ জানায়, আঘাতের স্থান মার্কিন দূতাবাসের ১০০ মিটারের মধ্যেই। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’

‘তবে এখন পর্যন্ত বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেনি কেউ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরাকি পুলিশ নিশ্চিত করেছে, মার্কিন দূতাবাসের ১০০ মিটারের মধ্যে ওই দুটি রকেট আঘাত আনে।’

সামরিক সূত্র জানায়, দুটি কাতুয়াশা রকেট গ্রিন জোনে আঘাত হেনেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বিস্তারিত পরে জানা যাবে।’ ইরাকি প্রধানমন্ত্রীর নিরাপত্তা কার্যালয় থেকে বলা হয়েছে, যে দুটি রকেট বাগদাদের আন্তর্জাতিক এলাকায় পড়েছে, সেখানে ন্যাটো বাহিনী রয়েছে।

‘বাগদাদে মার্কিন বিমান হামলায় কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ওয়াশিংটন-তেহরান উত্তেজনা বেড়েছে। ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর গত শনিবার রাতে বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার ঘটনা ঘটে। উত্তরাঞ্চলীয় এক প্রদেশে মার্কিন সেনা অবস্থান করা এক বিমানঘাঁটিতেও রকেট হামলার খবর পাওয়া যায়। রবিবার টানা দ্বিতীয় রাতের মতো বাগদাদের গ্রিনজোনে রকেট হামলা চালানো হয়।’