দুপুর ১:০৫, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রে মধ্যকার চলমান অস্থিরতায় উদ্বিগ্ন সরকার: কাদের

পানকৌড়ি নিউজ: মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রে মধ্যকার চলমান অস্থিরতায় সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ইরানের জেনারেল কাসেম সোলায়মানিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হত্যার করা হয়। এঘটনায় বিশ্বব্যাপী অস্থিরতা বিরাজ করছে। এই ঘটনায় সরকার উদ্বিগ্ন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতে আমরা উদ্বিগ্ন। আমরা যুদ্ধ চাই না।’

‘সরকারের পক্ষ থেকে আমরা উভয় পক্ষের সরকারকে আহ্বান জানাবো তারা যেন এই ধ্বংসাত্মক যুদ্ধ থেকে সরে আসে।’