রাত ৪:২১, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







হাসপাতাল থেকে ছাড়া পেলেন সেই ধর্ষণের শিকার ঢাবি ছাত্রী

পানকৌড়ি নিউজ: ’ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিররউদ্দিন এই তথ্য জানিয়েছেন।’

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই তথ্য জানান।

এসময় ঢামেক পরিচালক বলেন, ‘মেয়েটি ভালো আছে, সুস্থ আছে। মেডিক্যাল বোর্ড তাকে গতকাল দেখেছে এবং আজ সিদ্ধান্ত নিয়েছে তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে। সে অনুযায়ী আজ তাকে ছেড়ে দেওয়া হলো।’

’একই সঙ্গে সে এখানে বেশিদিন থাকতে চাচ্ছিলেন না। সব কিছু মিলিয়েই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ’ওই ছাত্রী কে বলা হয়েছে তিনি অসুস্থতা কিংবা কোনও ধরনের অসুবিধার সম্মুখিন হলে যে কোনও সময় এখানে (হাসপাতালে) চলে আসতে পারেন। তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

ব্রিগেডিয়ার জেনারেল নাসিররউদ্দিন জানান, ’হাসপাতাল ছাড়ার আগে শিক্ষার্থীর বাবা কৃতজ্ঞতা জানিয়ে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠির বরাত দিয়ে তিনি বলেন, ‘ঢামেক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় পরিবার তাদের পাশে ছিল পুরোটা সময়। সবাই সহযোগিতা করেছে।’