সকাল ৬:২৫, ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







ঠিকানা জানে না আশরাফুল, মা-বাবাকে খুঁজছে পুলিশ

ডেস্ক রিপোর্ট: আশরাফুল নামে হারিয়ে যাওয়া শিশুর মা-বাবাকে খুঁজছে পুলিশ। শিশুটির বয়স সাত বছর, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ ও উচ্চতা ৩ ফুট ৭ ইঞ্চি।

ডিএমপি সূত্রে জানা যায়. আশরাফুল বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।

’বুধবার সকাল সোয়া নয়টায় যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় হতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যাত্রাবাড়ী থানায় নিয়ে আসে।’

শিশুটিকে থানা হেফাজতে নিয়ে নাম ঠিকানা জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারে না। ’এরপর যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রেখে যায়। এ বিষয়ে বুধবার যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

’আশরাফুলের কোন স্বজনের সন্ধান বা ঠিকানা পাওয়া গেলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।’

যোগাযোগ: ডিউটি অফিসার- মোবাইল ফোন নম্বর- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিঅ্যান্ডটি নম্বর- ০২৯১১০৮৫।