রাত ১২:৩৫, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







ইতিহাস তোমায় মনে রাখবে: দীপিকাকে কানহাইয়া

পানকৌড়ি নিউজ: দিল্লির জওহরলাল নেহরু বিশবিদ্যালয়ে (জেএনইউ) হামলার প্রতিবাদে সংহতি জানিয়ে প্রশংসায় ভাসছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন।

‘তরুণ বামপন্থী নেতা ও জেএনইউর প্রাক্তন ছাত্র কানহাইয়া কুমারও শিক্ষার্থীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন দীপিকাকে।’

‘রবিবার সন্ধ্যায় মুখোশধারী দুর্বৃত্তরা জেনএনইউতে হামলা চালায়। অভিযোগ উঠে ক্ষমতাসীন বিজেপি সমর্থিত ছাত্র সংগঠনের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে নিন্দার ঝড় উঠে ভারতজুড়ে।’

‘জেএনইউ’র শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এতে যোগ দেন প্রাক্তন শিক্ষার্থীরাও। মঙ্গলবার ক্যাম্পাসের বিক্ষোভে উপস্থিত ছিলেন জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের সাবেক সভাপতি কানহাইয়া কুমার।’

‘এ দিন শিক্ষার্থীদের বিক্ষোভে সংহতি জানাতে ক্যাম্পাসে হাজির হন দিপীকা। কানহাইয়ার ‘আজাদি’ স্লোগানে তখন জমে উঠে পুরো বিক্ষোভ। তার এক পাশেই দাঁড়িয়ে ছিলেন দীপিকা। কানহাইয়ার গোটা বক্তব্যও শুনেন তিনি।’

‘হামলায় গুরুতর আহত হওয়া ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের সঙ্গেও দেখা করেন দীপিকা, তার সঙ্গে কথা বলেন।’

‘এদিকে জেএনইউতে যাওয়া নিয়ে দীপিকার বিরুদ্ধে সমালোচনায় লিপ্ত হয়েছে নেটিজেনদের একাংশ। তবে সেটি নিমিষেই ছাপা পড়তে বাধ্য দীপিকার প্রশংসা জানিয়ে কানহাইয়ার টুইটার পোস্টে।’

‘বিক্ষোভে দীপিকার সঙ্গে কোনো কথা না হলেও ট্যুইট করে তাকে ধন্যবাদ দিতে ভুলেননি কানহাইয়ার।’