রাত ১১:১৬, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







তাবলিগ জামাতের বৈশ্বিক আয়োজন ৫৭ তম বিশ্ব ইজতেমা শুরু

পানকৌড়ি নিউজ: ‘টঙ্গীতে তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের বৈশ্বিক আয়োজন ৫৭ তম বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা। আগামী রবিবার (১২ জানুয়ারি) দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি।’

‘কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশা উপেক্ষা করে টঙ্গীতে ইজতেমামুখী মুসল্লিদের ঢল নেমেছে। গত বুধবার বিকাল থেকেই মুসল্লিরা তুরাগ তীরে আসতে শুরু করেন। বৃহস্পতিবার সকাল থেকে মুসল্লিদের স্রোত আরও বাড়তে থাকে।’

‘আুনষ্ঠানিকভাবে আজ ইজতেমা শুরু হলেও বৃহস্পতিবার ফজরের পর থেকেই বয়ান ও ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে ট্রেন, নৌকা, বাসসহ বিভিন্ন যানবাহনে ইজতেমা মাঠে সমবেত হচ্ছেন। গতকাল বৃহস্পতিবার মুসল্লিদের উদ্দেশে প্রস্তুতিমূলক বয়ান করেন দিল্লির মাওলানা ফারুক হোসেন। তিনি ইজতেমায় আসা মুসল্লিদের তিন দিন অবস্থানের নিয়মকানুনের বর্ণনা করেন।’

‘শুক্রবার বাদ ফজর থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের জিকির-আসকার, ইবাদত-বন্দেগীতে ইজতেমা ময়দান মুখরিত। হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ হলো এ বিশ্ব ইজতেমা। ইসলামের দাওয়াতী কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বিশ্ব ইজতেমা থেকেই দাওয়াতি কাজে বের হন মুসল্লিরা।’