সকাল ৭:৫০, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







কামরাঙ্গীরচরে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পানকৌড়ি নিউজ: ‘রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ছয় জনের নাম উল্লেখ করে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।’

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ‘সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টার মধ্যে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।’

শুক্রবার (১০ জানুয়ারি) ‘দুপুরে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।’

তিনি বলেন, ‘কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ১৩ বছরের ওই  শিশুকে পাঁচ জনের একটি গ্যাং রেপ করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের সদস্যরা শিশুটিকে থানায় নিয়ে আসেন। শিশুটি অসুস্থ থাকায়  দ্রুত তাকে  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।’

তিনি আরও বলেন, ‘ধর্ষণের শিকার শিশুর মা নিজেই বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় পাঁচ জন ছেলেসহ শিশুটির এক বান্ধবীকেও আসামি করা হয়েছে। এই বান্ধবীর মাধ্যমে ওই ছেলেদের সঙ্গে পরিচয় হয় তার। একপর্যায়ে সুকৌশলে নির্মাণাধীন ওই ভবনে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ’

‘আসামিদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলেও আশা ব্যক্ত করেন পুলিশের এই কর্মকর্তা।’