রাত ১১:২১, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







দিনাজপুর অঞ্চলে এক বছরে দুদকের অভিযানে গ্রেফতার ২৫ সরকারি চাকরিজীবী

‘বৃহত্তর দিনাজপুর অঞ্চলের (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা) সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সবেচেয়ে বেশি ঘুষ, দুর্নীতি, অনিয়ম আর ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুরের মামলা, অভিযান ও গ্রেফতারে তথ্য পর্যালোচনা করে এমন তথ্যই মিলছে।’

‘তবে ওই অঞ্চলে এর আগের অভিযান ও গ্রেফতার খুব বেশি আলোচিত হয়নি। যতটা হয়েছে এবার হয়েছে ঘুষের পৌনে ২ কোটি টাকাসহ দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলাম গ্রেফতার হওয়ার পর। বৃহষ্পতিবার (৯ জানুয়ারি) গ্রেফতার হন তাজুল।’

‘তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের ৯ জানুয়ারি পর্যন্ত দুদকের সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুর ২৫টি দুর্নীতির মামলা দায়ের করেছে। এসব মামলায় গ্রেফতার হয় ৩০ জন। সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুরের উপপরিচালক আবু হেনা মো. আশিকুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ২৫ জনই সরকারি কর্মকর্তা-কর্মচারী। সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুরের আওতায় দিনাজপুর ছাড়াও রয়েছে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা।’