সকাল ৭:৫৫, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







ভোটযুদ্ধ শুরু ঢাকা উত্তরে মেয়র প্রার্থীদের

‘আনুষ্ঠানিক প্রচারণার মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের ভোট চাওয়ার যুদ্ধ।’

শুক্রবার (১০ জানুয়ারি) ‘প্রতীক বরাদ্দের পর থেকে যে যার মতো নেমে যান নির্বাচনি প্রচারণায়। এ সময় কেউ কেউ শঙ্কা প্রকাশ করলেও কেউ করেছেন অনুরোধ। তবে বেশিরভাগ প্রার্থীরই প্রতিশ্রুতি জনবান্ধব শহর গড়ে তোলার। ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী আছেন ৬ জন।’

‘তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজেদুল হক।’

নির্বাচনি প্রচারণায় আতিকুল ইসলাম

‘শুক্রবার সকালে মেয়র প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর নেমে পড়েন আনুষ্ঠানিক প্রচারণায়। এদিন জুমার নামাজ আদায়ের পর রাজধানীর উত্তরা থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন আতিকুল ইসলাম ও তাবিথ আউয়াল। উত্তরা ৪ নম্বর সেক্টরের মসজিদে জুমার নামাজ আদায়ের পর আতিক পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং নৌকা মার্কায় ভোট চান।’

নির্বাচনি প্রচারণায় আতিকুল ইসলাম

এ সময় আতিক সাংবাদিকদের জানান, মেয়র নির্বাচিত হলে যানজট, জলজট, ডেঙ্গু আমার জন্য প্রধান চ্যালেঞ্জ। এরমধ্যে ডেঙ্গু বিরাট বড় চ্যালেঞ্জ। আমার বিশ্বাস, উত্তর ও দক্ষিণ মিলে আমরা একটি সুন্দর ঢাকা গড়তে পারবো।’