রাত ১২:৩৬, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







ভারতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০

পানকৌড়ি নিউজ: ভারতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) ভারতের স্থানীয় সময় রাতে উত্তরপ্রদেশে দিল্লি-কানপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির পুলিশের বরাতে এ খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

পুলিশ জানায়, ‘মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর যানবাহন দুটিতে আগুন লেগে যায়। বাসটিতে ৭০ জন যাত্রী ছিলো। দুর্ঘটনার পর ২১ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

তবে দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কানপুরের পুলিশ প্রধান মোহিত আগারওয়াল। তিনি বলেন, ‘দুর্ঘটনা কবলিত বাসটি থেকে জীবিত কাউকে উদ্ধার করা প্রায় অসম্ভব।’

বাসটি কান্নুজ থেকে জয়পুরের দিকে যাচ্ছিলো বলে জানান তিনি।

এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘এক টুইট পোস্টে তিনি বলেন, উত্তরপ্রদেশে কান্নুজের দুর্ঘটনার খবর জানলাম। অনেকজন মারা গেছে।’

নিহত ও তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আমি দোয়া করি আহতরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।