সকাল ৭:০২, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







সেবক হওয়ার প্রতিশ্রুতি নিয়ে দক্ষিণে মাঠে নেমেছেন তাপস-ইশরাক

পানকৌড়ি নিউজ: সেবক হিসেবে মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে মনোনয়ন পাওয়া দুই মেয়র প্রার্থী।’

‘শুক্রবার রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে দলীয় প্রতীক বরাদ্দ পেয়েই মাঠে নামেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এবং বিএনপি-র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নির্বাচনি প্রচারণায় দুই প্রার্থীই জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।’

বেলা সাড়ে ১১টার দিকে ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউনের ই. হক স্কুলের সামনে থেকে প্রচারণা শুরু করন। ‘অপরদিকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজ আদায়ের পর প্রচারণায় নামেন।’

তাপসের নির্বাচনি প্রচারণা ঘিরে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখে স্থানীয় নেতাকর্মীরা। ‘এলাকায় পৌঁছালে মুহুর্মুহু স্লোগান আর করতালিতে তাকে স্বাগত জানায় স্থায়ী নেতাকর্মীরা। এ সময় নির্বাচন কমিশন থেকে নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার কথা জানান শেখ তাপস।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশন থেকে মেয়র পদে প্রতীক বরাদ্দ হয়েছে। আপনাদের প্রাণপ্রিয় প্রতীক- জাতীয় প্রতীক নৌকা। আজকে আনুষ্ঠানিক গণসংযোগ ডেমরা থেকে পথচলা শুরু করছি।’

‘নেতাকর্মীদের জনগণের কাছে গিয়ে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান শেখ তাপস। তিনি বলেন, ‘জনগণের দোড়গোড়ায় যাবো এবং ৩০ জানুয়ারি বিজয়কে সুনিশ্চিত করে প্রাণপ্রিয় ঢাকাকে ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা গড়বো। সেই উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আজ থেকে যাত্রা শুরু।’

জনগণের কাছে ভোট ও দোয়া প্রত্যাশা করে তিনি বলেন, আপামর জনগণ তাদের সেবক হিসেবে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেবেন।