রাত ১০:৫১, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







মুক্তিযোদ্ধাদের মায়েদের ‘রত্নগর্ভা মা’ সম্মাননা প্রদান

পানকৌড়ি নিউজ: যারা বুকে পাথর বেঁধে আদরের সন্তানদের মহান মুক্তিযুদ্ধে পাঠিয়েছিলেন। যাদের অনুপ্রেরণায় ও ত্যাগে জাতির সূর্য সন্তানরা হানাদারদের পরাজিত করে দেশ স্বাধীন করেছেন এমন ৪০ জন রত্নগর্ভা মাকে বিশেষ সম্মাননা দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন।

‘এসব মায়েরা স্বাধীনতা যুদ্ধে বুকের ধনকে হারিয়ে এখনও বেঁচে আছেন। শুক্রবার (১০ জানুয়ারি) পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।’

অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার কে. এম তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলিম খান ওয়ারেশি, পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি ইউনিট কমান্ডার ওয়ায়সুল কোরায়সী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।’

‘সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে ৭০ থেকে ১০০ বছর বয়সী মায়েরা একে একে পঞ্চগড় কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে আসেন, জীবনের শেষ মুহূর্তে এমন ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন রত্নগর্ভা মায়েরা।’

জেলার তেঁতুলিয়া উপজেলার সরকারপাড়া এলাকার মুক্তিযোদ্ধা এনামুল হকের মা এলতেজা বেগম (৯০) বলেন, ‘জীবনের শেষ সময় ছেলের মুক্তিযুদ্ধে যাওয়ার সম্মান হিসেবে আমাকে সম্মাননা দেওয়ায় আমি গর্বিত।