রাত ১২:৫৭, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







কাসিম সোলাইমানি নিহত হওয়ার সময় ৪টি দূতাবাসে হামলা করতে চেয়েছিলো ইরান: ট্রাম্প

পানকৌড়ি নিউজ: কাসিম সোলাইমানি নিহত হওয়ার সময় ইরান যুক্তরাষ্ট্রের চারটি দূতাবাসে হামলা করার পরিকল্পনা করছিলো বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘এছাড়া ইরানের এ পরিকল্পনাকে কেন্দ্র করে কাসিম সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি। শুক্রবার (১০ জানুয়ারি) আমেরিকান টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে ট্রাম্প এসব কথা জানান।’

‘এই হামলার পরিকল্পনা কি সোলাইমানিকে হত্যার মূল কারণ কিনা জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি এটা সবার সামনে প্রকাশ করতে পারি। আমার বিশ্বাস ইরান আমাদের চারটি দূতাবাসে হামলা করার পরিকল্পনা করেছিলো। আর এর মধ্যে বাগদাদের দূতাবাসও ছিলো।’

‘সিনেটেরদের না জানিয়ে সোলাইমানি হত্যার অভিযান পরিচালনা করা হল ডেমোক্র্যাটদের এমন অভিযোগের বিষয়ে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা তাহলে মার্কিন সামরিক পরিকল্পনার তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করে ফেলত।’

‘যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মাইক পম্পেও ট্রাম্পের সুরেই কথা বলেছেন। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার সময় পম্পেও বলেন, আমাদের কাছে হামলা চালানোর সুনির্দিষ্ট তথ্য ছিল। মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনার তথ্যও ছিল।’