সকাল ৬:৪৭, ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







মেয়র নির্বাচিত হলে বাসযোগ্য নগর গড়ে তুলবো: ইশরাক

পানকৌড়ি নিউজ: ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে বাসযোগ্য নগর গড়ে তুলবো।’ দুর্নীতি থেকে পরিত্রাণের জন্য নগরবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।’

শনিবার (১১ জানুয়ারি) ‘দুপুর ১টার দিকে কমলাপুর রেলস্টেশনে গণসংযোগে তিনি এ কথা বলেন। রাজধানীকে দূষণ থেকে বাঁচাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত ১৩ বছরে ঢাকা বিশ্বে দূষিত শহরের তালিকায় প্রথম সারিতে অবস্থান করে নিয়েছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই।’