রাত ৩:৪৭, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







আখেরি মোনাজাত শুরু

পানকৌড়ি নিউজ: ‘দেশ-জাতির সমৃদ্ধির পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের কল্যাণ, শান্তি এবং দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। ৩ দিনব্যাপী আয়োজিত ইজতেমার শেষ দিন রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১টা ৭ মিনিটে এই মোনাজাত পরিচালনা শুরু করেন রাজধানীর কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা যোবায়ের আহমেদ। এই সময় মুসল্লিরা ‘আমিন-আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান মুখরিত করে তোলেন।’

এরআগে গত শুক্রবার (১০ জানুয়ারি) ‘সকালে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রবিবার প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর ৪ দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। শেষ হবে ১৯ জানুয়ারি। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ কান্দলভি।’

‘আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য রবিবার ভোরে ফজর নামাজের পর থেকেই ইজতেমা ময়দানে মুসল্লিরা আসা শুরু করেন। সকাল থেকে শুরু হয় হেদায়েতি বয়ান।’

এদিকে, ‘ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাত ১২টা থেকে যানবাহন চলাচল বন্ধ থাকায় রবিবার ভোর থেকে মুসল্লিরা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে হেঁটে রওনা হয়েছেন।’