সকাল ৬:৪৪, ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের ৯.৫ ডিগ্রি সেলসিয়াল

পানকৌড়ি নিউজ: কুয়াশা আর হিম বাতাস রবিবারও (১২ জানুয়ারি) অ্যবাহত রয়েছে। এখনও পর্যন্ত রাজধানী ঢাকায় সূর্যের দেখা মেলেনি। ‘আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজার হাটে ৯.৫ ডিগ্রি সেলসিয়াল।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে।পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।’

‘রবিবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে কুয়াশা ও তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৯.৫ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি।’