দুপুর ১২:৪৮, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







৯ ঘণ্টা গ্যাস থাকবে না রামপুরা-বনশ্রীতে

পানকৌড়ি নিউজ: পাইপলাইন মেরামত করায় রবিবার (১২ জানুয়ারি) ‘সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর রামপুরা, পশ্চিম রামপুরা, বনশ্রী ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’

তিতাসের এক কর্মকর্তা বলেন, ‘রবিবার গ্যাস না থাকার বিষয়টি আমরা বিজ্ঞাপন দিয়ে জানিয়েছি। লিকেজ সমস্যা নিরসনে পাইপলাইন সংস্কার কাজের জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা রামপুরা, বনশ্রী ও আশেপাশের এলাকায় গ্যাস থাকবে না।’

এ ব্যাপারে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, পূর্ব রামপুরা, ‘পশ্চিম রামপুরা, বনশ্রী ও আশপাশের এলাকায় আবাসিক, শিল্প, সিএনজি, বাণিজ্যিক ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাধারণ মানুষের এ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তারা’