দুপুর ১:৪১, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







৬ মার্চের মধ্যে আ’লীগের ৪৫ সাংগঠনিক জেলা সম্মেলন

পানকৌড়ি নিউজ: আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক জেলাগুলোর সম্মেলন আগামী ৬ মার্চের মধ্যে আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

‘একই সঙ্গে এই সময়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড শাখাগুলোর সম্মেলন করার নির্দেশনাও রয়েছে। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে সংশ্নিষ্ট জেলাগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে চিঠি পাঠিয়েছেন।’

‘আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদায়ী কার্যনির্বাহী সংসদের মেয়াদকালে ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৩৩টির সম্মেলন হয়েছে। বাকি ৪৫টি জেলার মধ্যে বেশির ভাগের মেয়াদ ফুরিয়ে গেছে। কয়েকটি জেলার মেয়াদ আগামী দুই মাসের মধ্যে শেষ হয়ে যাবে।’

‘এই ৪৫ জেলার সম্মেলন আয়োজন করার প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে নরসিংদী ও পঞ্চগড় জেলা সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।’

‘আলোচিত ৪৫টি জেলা হচ্ছে- টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মহানগর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ মহানগর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা দক্ষিণ, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম মহানগর, কক্সবাজার, রাঙামাটি, পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী মহানগর, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, বরগুনা, ভোলা, বরিশাল ও পিরোজপুর।’

এদিকে, ‘কয়েকজন সাংগঠনিক সম্পাদক সমকালকে জানিয়েছেন, নতুন কার্যনির্বাহী সংসদের কার্যক্রম এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। ১৮ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।’

‘আজ রোববার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা ডাকা হয়েছে। সভায় মেয়াদোত্তীর্ণ জেলাগুলোর সম্মেলনের আগে কিংবা পরে মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড শাখাগুলোর সম্মেলন প্রক্রিয়া নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।’