রাত ৪:০৮, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







কাউন্সিলর রাজীবকে দুদকের জিজ্ঞাসাবাদ

পানকৌড়ি নিউজ: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

‘এর আগে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নেওয়া হয় তাকে। দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীসহ দুদকের একটি টিম জিজ্ঞাসাবাদ করছে রাজীবকে।’

‘৬ নভেম্বর রাজীবের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা করেন মামুনুর রশীদ চৌধুরী। মামলায় তার বিরুদ্ধে ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।’

‘২ জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে রাজীবকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে দুদক। পরে শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।’

‘উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রাজীবকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।’