সকাল ৭:৩৭, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







সীমান্তে বাংলাদেশি হত্যায় উদ্বিগ্ন সরকার

পানকৌড়ি নিউজ: পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, সীমান্তে বাংলাদেশি হত্যায় উদ্বিগ্ন সরকার। এ বিষয়ে ভারতকে অবহিত করা হবে।

রবিবার (১২ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘আমরা চাই সীমান্তে যেন কেউ না মারা যায়। তারাও (ভারত) বলেছে একজনও যাতে না মারা যায়। দুর্ভাগ্যজনকভাবে এটি হচ্ছে। এজন্য আমরা উদ্বিগ্ন এবং আমরা বিষয়টি ভারতকে জানাবো। আমরা চাই তারা যেন সীমান্তে হত্যা নিয়ে তাদের যে অবস্থান সেটির বাস্তবায়ন করে। যাতে করে একজনও মারা না যায়।’

ভারতের মিডিয়াতে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক শীতল’ এ সম্পর্কিত খবরের বিষয়ে তিনি বলেন, ‘ভারতীয়রা একটু বেশি করে। মিডিয়া বলছে শীতল, কিন্তু আমাদের সম্পর্ক অত্যন্ত উষ্ণ। কিন্তু সমস্যা বের করছে মিডিয়া। যেমন গতকাল (শনিবার) তারা একটি ননইস্যু বের করেছে। ভারতের থিংক ট্যাংক একটি ইভেন্ট করছে এবং আমাকে দাওয়াত দিয়েছিল। আমি আগেভাগেই বলেছি যেতে পারবো না।

‘তখন তারা আমাদের প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানায়। তিনিও যাবেন বলে তাদেরকে জানানি। যেহেতু এনভয় কনফারেন্স করছি তাই সেখানে আমাদের প্রতিমন্ত্রীর সেখানে থাকা উচিত। এখানে (ভারতে) দ্বিপক্ষীয় কোনও বিষয় নেই। প্রতিমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তিনি যেতে পারবেন না। এরপরেও পত্রিকায় যা লেখা হয়েছে তা ঠিক না। তারা বিভিন্নভাবে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে।’