সকাল ১০:৩২, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







হাজার বছরের নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু: গণপূর্তমন্ত্রী

পানকৌড়ি নিউজ: একজন মহামানবকে পাওয়া কোনও জাতির জন্য সবচেয়ে গৌরবের বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে কেউ কেউ ভুল করে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বলেন। তখন আমরা প্রশ্ন তুলি, এক হাজার বছর আগে আরও কেউ ছিল কিনা। এটাই চূড়ান্ত যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

রবিবার (১২ জানুয়ারি) আইন, মানবাধিকার ও সংবিধানবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতি স্থাপনের পর তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, ‘গোটা জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায় বাঙালি জাতির ইতিহাসে একজন মহামানবকে পাওয়া। সেই মহামানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘একাত্তরে যারা আমাদের দেশকে স্বীকৃতি দেয়নি, তারাই কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরের দিন বাংলাদেশকে স্বীকৃতি দিলো। এর রাজনৈতিক পর্যবেক্ষণে এটাই দাঁড়ালো, এই লোকরা অপেক্ষা করছিল, শেখ মুজিবের মৃত্যু হলে বাংলাদেশকে স্বীকার করবো, এর আগে না। এই ব্যক্তিরাই কিন্তু একাত্তর ও পঁচাত্তর পরবর্তী সময়ে একই ভূমিকায় অবতীর্ণ হয়েছিল।

তারাই কিন্তু পাকিস্তানের অবয়বে বাংলাদেশকে ধর্মভিত্তিক রাজনীতির মধ্যে নিয়ে আসার একটি চেষ্টা করেছিল। তারাই বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না বলে ইনডেমনিটি অর্ডিন্যান্স এবং পরে তা আইনে পরিণত করেছিল।’

নিজেদের দল প্রসঙ্গে গণপূর্তমন্ত্রী বলেন, ‘আমরা এটা বলছি না যে, আওয়ামী লীগ সরকার সব ভালো কাজ করছে, আমরা সব ঠিক করে ফেলেছি। কিন্তু একটা কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী যে অদম্য ইচ্ছা ও সাহস দেখিয়েছেন, এটা বিশ্বের ইতিহাসে বিস্ময়।’

ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে রেজাউল করিম বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করি। যে প্রার্থীই নির্বাচিত হবেন, তাকেই আমরা প্রতিনিধি হিসেবে মেনে নেবো। তবে আমাদের বিশ্বাস, আওয়ামী লীগের দুজন প্রার্থীই নির্বাচিত হয়ে ঢাকা মহানগরীকে তিলোত্তমা, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, যানজটমুক্ত করে গড়ে তুলবেন।’