রাত ১১:৫৮, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







কামরাঙ্গীরচরে কিশোরী ধর্ষণ: আদালতে মূল আসামির স্বীকারোক্তি

পানকৌড়ি নিউজ: রাজধানীর কামরাঙ্গীরচরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি রতন (১৮) আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) ‘ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (নিরস্ত্র) সিকদার মহিতুল আলম।  আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার জন্য আদালতে আবেদন করেন  তদন্ত কর্মকর্তা। এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান আসামি রতনের জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) ‘দিবাগত রাত আড়াইটার দিকে সাভার এলাকা থেকে এ মামলার মূল আসামি রতনকে গ্রেফতার করে র‌্যাব-১০।’

শনিবার (১১ জানুয়ারি) ‘দুপুরে র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কামরাঙ্গীরচরে শিশু ধর্ষণ মামলার মূল আসামি রতনকে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর সে সাভার গিয়ে আত্মগোপনে ছিল।’

‘প্রেমে ব্যর্থ হয়ে প্রতিশোধ নিতে এ কাজ করেছে বলে রতন প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে। সে কামরাঙ্গীরচর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালায়।’