রাত ১২:১৫, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







মুজিববর্ষ পালন করব, ভোট চাইব না: তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) আমাদের সঙ্গে একমত হয়েছে, সিটি করপোরেশন নির্বাচনের সময় ঢাকা শহরের প্রতিটি পাড়া, মহল্লা, ওয়ার্ডে ও থানায় মুজিববর্ষ পালন করা যাবে। সেখানে আমরা সব কথা বলতে পারব, কিন্তু ভোট চাইব না। সংসদ সদস্যরাও ভোট চাইতে পারবেন না।

‘রোববার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক, নাট্যব্যক্তিত্ব ও সংগঠনের সহসভাপতি ড. এনামুল হক, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ, অভিনেতা মাসুম আজিজ, সংগীতশিল্পী শুভ্র দেব প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।’

‘বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ অনুসারী প্রবীণ এই নেতা বলেন, বঙ্গবন্ধুই একমাত্র নেতা, যিনি কখনও মাথা নত করেননি। তার মতো বিচক্ষণ নেতা বিশ্বে বিরল। তিনি মাত্র তিন বছর সাত মাসে বাংলাদেশকে স্বাভাবিক করেছিলেন। তার দুটি স্বপ্ন ছিল। প্রথম স্বপ্ন, স্বাধীনতা অর্জন করলেন।’