দুপুর ২:০৮, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







রাজধানীর ধানমন্ডিতে নতুন রেস্তোরাঁ সাকিব-ইমরুলের

ডেস্ক রিপোর্ট: ‘ক্রিকেটের পাশাপাশি রেস্তোরাঁর ব্যবসা ভালোই বুঝেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ব্যাটসম্যান ইমরুল কায়েস। অনেক আগে থেকে তারা দুইজন এই ব্যবসার সঙ্গে জড়িত। এবার নতুন করে আরেকটি রেস্তোরাঁর শাখা করেছেন এই দুইজন।’

‘রাজধানীর মিরপুর সাকিব’স সেভেন্টি ফাইভের দ্বিতীয় শাখা হিসেবে ধানমন্ডিতে যাত্রা শুরু করেছে রেস্তোরাঁটি। গতকাল রোববার এই রেস্তোরাঁটির জমকালো উদ্বোধন করেছে সাকিব-ইমরুলরা। এ সময় সাকিব-ইমরুল ছাড়াও উপস্থিত ছিলেন আরেক ক্রিকেটার সাব্বির রহমান।’

এই শাখার রেস্তোরাঁটি সাজানোই হয়েছে ক্রিকেটের ছোঁয়া রেখে। ইমরুল বলেন, ‘প্রজেক্ট পুরোটার দায়িত্বই আমার উপর ছিলো। আমিই সব তদারকি করছিলাম। সাকিব প্রথম এলো। ঢুকেই মুগ্ধ হয়েছে- পুরো ক্রিকেটীয় স্পর্শের একটি রেষ্টুরেন্ট। পুরো থিমটাই ক্রিকেটের। স্টেডিয়ামের পরিবেশ আছে।

‘আরও আছে ইনডোর ক্রিকেট খেলার সুযোগ। সেই সুযোগ কাজে লাগিয়ে সাকিব নিজের বলে নিজে ব্যাটও করলেন। বোলিং মেশিনটির সামনে দাঁড়ালে যে কেউ ব্যাট হাতে মোকাবেলা করতে পারবেন সাকিবকে।’

ইমরুল বলেন, ‘সাকিব আশাই করেনি রেস্টুরেন্টের ভেতরে এতকিছু থাকবে। ও ভাবছিলো সাধারণ একটি রেস্টুরন্ট হচ্ছে। বৈচিত্র্যময় অনেক কিছুই আমরা নিয়ে আসার চেষ্টা করেছি ‘