রাত ৪:২৯, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







চার দিনের সফরে আজ ভারত যাচ্ছেন তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: চার দিনের সফরে ভারতে যাচ্ছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার (১৩ জানুয়ারি) ভারতের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন।

‘সফরকালে তথ্যমন্ত্রী বাংলাদেশ ও ভারত এ দু’দেশের তথ্যখাতে সহযোগিতা প্রসারের লক্ষ্যে নয়াদিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।’

‘একইসাথে তার এই সফরে সমগ্র ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার ও বাংলাদেশে আকাশবাণী চ্যানেলের সম্প্রচার উদ্বোধন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর চলচ্চিত্র নির্মাণে দু’দেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদনেরও কথা রয়েছে।’

‘ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ২০১৯ সালের ২ সেপ্টেম্বর থকে ইতিহাসে প্রথমবারের মতো সমগ্র ভারতে বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার শুরু হয়।’