দুপুর ২:৪১, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







নির্বাচনের প্রচারণায় আতিকের কথা একটাই

ডেস্ক রিপোর্ট: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ‘নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম আজ খিলগাঁও তালতলা মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু করেছেন। তিনি প্রচার-প্রচারণার শুরু থেকে একটা কথাই বলে আসছিলেন, নির্বাচিত হলে সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলবেন।’

সোমবার (১৩ জানুয়ারি) ‘সকালে খিলগাঁও তালতলা এলাকায় গণসংযোগে ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাখাওয়াত হোসেনকে রেডিও মার্কায় ভোট চেয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। ‘উন্নয়নের মার্কা নৌকা, নৌকা’ স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।’

আতিকুল ইসলামের একান্ত সচিব সাইফুদ্দিন ইমন জানান, ‘আজ খিলগাঁও তালতলা মার্কেট থেকে গণসংযোগ শুরু করে মাটির মসজিদের সামনে থেকে আবুল হোটেল, রামপুরা, বাড্ডা এলাকার আলাতুন্নেসা মাদরাসা হয়ে মধ্যবাড্ডাসহ বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের জন্য ভোট চাইবেন আতিকুল ইসলাম।’

‘সাধারণ পথচারী থেকে শুরু করে আশপাশের সবার উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, উন্নয়নের যে ধারা তা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে সবাই মিলে সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলব ইনশাআল্লাহ।’

‘এর আগে গত শুক্রবার থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল উত্তরা ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন।’