ভোর ৫:৫৩, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







তদন্তের জন্য কক্ষ সিলগালা, ঢুকতে পারছেন না ভিপি নুর

পানকৌড়ি নিউজ: ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপির কক্ষে হামলার পর এখন পর্যন্ত নিজ কক্ষে প্রবেশ করতে পারেননি নুরুল হক নুর। নুরের অভিযোগ, তদন্তের জন্য কক্ষটি সিলগালা করে রাখা হয়েছে। হামলার পর নিজ কার্যালয়ে প্রবেশ করতে চেয়েও তা সম্ভব হয়নি বলেও জানান তিনি।’

গত ২২ ডিসেম্বর এ হামলার ঘটনা ঘটে। ‘অভিযোগ রয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলায় অংশ নেন। এতে ভিপি নুরসহ অনেকেই আহত হন। তবে হামলার সঙ্গে নিজেদের কোনও সম্পৃক্ততা নেই বলে দাবি করে আসছে ছাত্রলীগ। ঘটনার পর থেকেই ভিপির কক্ষটি সিলগালা করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’

এ বিষয়ে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যার কক্ষ (ভিপি) তার সঙ্গে গতকাল কথা হয়েছে। বিষয়টি নিয়ে তো আর মন্তব্য করার কিছু নেই।’

এদিকে আইনজীবীরা বলছেন, ‘উচ্চ আদালতের কোনও নির্দেশ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কক্ষটি এতদিন সিলগালা করে রাখতে পারে না।’

নাম প্রকাশ না করার শর্তে সুপ্রিমকোর্টের একজন আইনজীবী বলেন, ‘ভিপি একজন ছাত্র প্রতিনিধি। শিক্ষার্থীদের স্বার্থেও তার স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। কর্তৃপক্ষ তদন্তের নামে এতদিন তার কক্ষটি সিলগালা করে রাখতে পারে না। যদি আদালতের কোনও নির্দেশ থাকে, তাহলে সেটি ভিন্ন বিষয়।’

এদিকে ভিপি নুর জানান, ‘নিজ কক্ষে প্রবেশ করতে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছেন। তবে কর্তৃপক্ষ নির্দিষ্ট করে কিছুই জানায়নি।’

নুর বলেন, ‘শনিবার ক্যাম্পাসে গিয়েও নিজ কক্ষে ঢুকতে পারিনি। পরে অপেক্ষা করে চলে আসি।’
ভিপি নুরের কক্ষে হামলায় আহতরা (ফাইল ছবি)প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর ভিপি নুরের ওপর হামলার ঘটনা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।’