দুপুর ১:০৪, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







বৈরিতা নয়, বন্ধুত্বের মাধ্যমে কূটনীতি পরিচালনার জন্য মধ্যপ্রাচ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ‘সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মধ্যপ্রাচ্যের ৯ দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রদূত সম্মেলনে এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে সবাইকে পেশাদারিত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান।’

‘সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন রাতে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেল সাংগ্রিলা’তে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন নতুন দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শহিরিয়ার আলমও উপস্থিত ছিলেন।’

‘সম্মেলনে প্রধানমন্ত্রী কুয়েত, ইরাক, ইরান, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও লেবাননের রাষ্ট্রদূতের বক্তব্য শোনেন।’