রাত ১:৪৩, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







এই চা, মালাই চা খাবেন: আতিক

পানকৌড়ি নিউজ: গণসংযোগ করতে গিয়ে ব্যতিক্রমী কাজ করলেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আতিক। সোমবার (১৩ জানুয়ারি) খিলগাঁও তালতলা বাজার থেকে গণসংযোগ শুরু করেন আতিক।

‘গণসংযোগ ও পথ সভার মাঝে আফতাব নগর এলাকায় হঠাৎ এক টং দোকানে ঢুকে পড়েন আতিক। চায়ের কেটলি হাতে নিয়ে কাপ ভর্তি করে ডাকতে থাকেন, ‘এই চা, চা, মালাই চা, কে খাবেন?’ সঙ্গে থাকা কর্মী সমর্থকরা চা নিতে থাকেন। মেয়র প্রার্থীর চা বানানোর দৃশ্য দেখে অনেকেই কৌতূহল নিয়ে দাঁড়িয়ে দেখেন।’

‘পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। অনেকে মন্তব্য করেন জনতার মেয়র। অনেকে বলেন যিনি সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারেন তিনিই তো জনতার কথা বলবেন।’

‘নির্বাচনের প্রতীক পাওয়ার পর গত ১০ জানুয়ারি উত্তরা থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ মনোনীত এ মেয়র প্রার্থী। এরই ধারাবাহিকতায় সোমবার খিলগাঁও এলাকায় জনসংযোগ শুরু করেন তিনি। এরপর আবুল হোটেল, রামপুরা হয়ে বাড্ডা এলাকার আলাতুন্নেসা মাদরাসা হয়ে মধ্য বাড্ডাসহ বিভিন্ন এলাকায় নৌকার জন্য ভোট চান আতিকুল।’

‘এই প্রচারণার সময়ই আতিকুলের এমন ভূমিকা অনেককে চমকে দেয়। তার সমর্থক’রা বিষয়টিকে আতিকুলের জনসাধারণের সাথে মিশে যাওয়ার অসাধারণ গুণ বলেই বর্ণনা করেন।’

জানা গেছে, ‘ইয়াসিন নামে একজনের টং দোকানে বসে আতিকুল আট কাপ চা বানান। নিজের বানানো চা পরিবেশন করে বেরোনোর সময় ইয়াসিনকে ৮০০ টাকা দেন এই মেয়রপ্রার্থী।’

‘এর আগে প্রচারণা শুরুর সময় আতিকুল বলেন, ‘আমি গত নয় মাস (উপ-নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব পালনকালে) যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথমেই মাদকমুক্ত ঢাকা শহর গড়ে তুলতে কাজ শুরু করব, যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। এছাড়া সন্ত্রাস-দুর্নীতিমুক্ত, নারীবান্ধব সবুজ ও সচল ঢাকা গড়ার কাজ করব ইনশাআল্লাহ।’