দুপুর ২:২০, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







নির্বাচনী প্রচার-প্রচারণায় মুখর রাজধানী

যদিও আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা বিএনপির প্রার্থীদের চেয়ে বেশি। ‘আবার এরই মধ্যে প্রচার-প্রচারণায় হামলা-পাল্টা হামলা ও আচরণবিধি লংঘনের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ নির্বাচন কমিশনে জানানো হয়েছে।’

বিএনপি প্রার্থীরা বলেছেন, ‘তাদের কর্মীদের ধানের শীষের পোস্টার টানাতে দেয়া হচ্ছে না। সরকারদলীয় নেতাকর্মীরা তাদের কর্মী-সমর্থকদের বাড়ি-বাড়ি গিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এরইমধ্যে বিএনপি প্রার্থীর বাড়ি ও নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। নির্ধারিত সময়ের আগে তাপসের প্রচারণায় মাইক ব্যবহার, রঙিন পোস্টার, আনুষ্ঠানিক প্রচারণার আগেই পোস্টার টানানোর জন্য নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছেন ইশরাক হোসেন। উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়।’

অপরদিকে, ‘বিএনপি প্রার্থী ইশরাকের বাসায় ভোট চেয়ে ফেরার সময় হামলা চালানোর অভিযোগ করেছেন শেখ ফজলে নূর তাপস। আর বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘন করেছেন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম।’

‘সিটির নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিয়ে প্রচার-প্রচারণার ওপর জোর দিচ্ছে আওয়ামী লীগ। যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগের পৃথক টিম সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাড়া-মহল্লায় নৌকায় ভোট প্রার্থনা করছে। গতকাল মানিকনগর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরপর খিলগাঁও বিশ্বরোড, জোড়পুকুর মাঠ, খিলগাঁও চৌরাস্তা, আনসার কোয়ার্টার, সবুজবাগ, বৌদ্ধ মন্দির এলাকা, নন্দীপাড়া, গোড়ান, সিপাহি বাসস্ট্যান্ড, ভুইয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আর আতিকুল ইসলাম গতকাল সকাল থেকে রামপুরা, খিলগাঁও, বাড্ডায় গণসংযোগ করেছেন।’