সকাল ৬:২৯, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ







চট্টগ্রাম-৮ উপনির্বাচনে আ.লীগ প্রাথী মোছলেম উদ্দিন জয়ী

‘চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের ৮৭ হাজার ২৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগ প্রাথী মোছলেম উদ্দিন আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে আবু সুফিয়ান পান ১৭ হাজার ৯৩৫ ভোট।’

এ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ছয়জন। ‘অন্য প্রার্থীদের মধ্যে বিএনএফের আবুল কালাম আজাদ পান ১ হাজার ১৮৫, ন্যাপের বাপন দাশগুপ্ত পান ৬৫৬ ভোট, স্বতন্ত্র এমদাদুল হক ৫৬৭ ভোট ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মো. ফরিদ উদ্দিন ৯৯২ ভোট পান।’

কোথাও ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন কোথাও দিনভর ফাঁকা; আবার কোথাও প্রতিপক্ষের এজেন্ট বের করে দেয়া, ‘ঢুকতে না দেয়া। এমন বিচ্ছিন্ন সব ঘটনা-উত্তাপের মধ্য দিয়ে সোমবার বিকাল ৫টায় শেষ হয় ভোট গ্রহণ।’

‘নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামের ‘ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র’ থেকে কেন্দ্রভিত্তিক বেসরকারি এ ফল ঘোষণা করেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।’

‘ভোটগ্রহণের সময় দুটি কেন্দ্রের সামনে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নানা অনিয়মের অভিযোগে ১৭০টি কেন্দ্রের মধ্যে ১২০টিতে অনিয়মের কথা জানিয়ে ভোট স্থগিতের দাবিতে কমিশনে অভিযোগ দেন বিএনপি প্রার্থী আবু সুফিয়ান।’