রাত ৪:০৯, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ছাড়া অন্যরা উপহার জমা দিতে চান না তোশাখানায়

নির্ধারিত মূল্যের তুলনায় বেশি মূল্যমানের কোনও উপহার পেলে তা তোশাখানায় জমা দেওয়ার বিধান রয়েছে। আর বিধানটি প্রযোজ্য হবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, ডেপুটি স্পিকার, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ সব সরকারি কর্মকর্তার ওপর। ঐতিহাসিক মূল্য আছে এমন উপহার পেলে বিধানটি সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য।’

‘কিন্তু, আশ্চর্যজনক হলেও সত্য, নিয়মিতভাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাদের পাওয়া উপহারগুলো তোশাখানায় জমা দিলেও সেই তালিকায় অন্যান্য মন্ত্রী-এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীর নাম নেই বললেই চলে। তোশাখানা জাদুঘরের দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।’

তথ্যমতে, ‘বর্তমান ও বিগত সময়ের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিয়মিতভাবে তাদের উপহার তোশাখানায় জমা দিয়ে যাচ্ছেন। কিন্তু, তাদের এই দৃষ্টান্ত অনুসরণ করছেন না মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তারা।’

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাইরে সর্বশেষ বিদ্যুৎ, ‘জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার উপহারসামগ্রী মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে তোশাখানা জাদুঘরে জমা দিয়েছেন। তোশাখানা জাদুঘর সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীর জমা দেওয়া উপহারগুলো মূল্যায়নের কাজ চলছে। এছাড়া বিগত সময়ে তোশাখানায় উপহার জমা দেওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নাম।

মন্ত্রী হিসেবে বিভিন্ন সময়ে পাওয়া উপহার তোশাখানায় জমা দেওয়ার প্রসঙ্গে নসরুল হামিদবলেন, ‘আমরা তো বিভিন্ন দেশে সফরে যাই। অন্য দেশের প্রতিনিধিরা আসেন। তাদের কাছ থেকে উপহার পেয়ে থাকি। আমি রেজিস্ট্রার মেনটেইন করে স্বচ্ছতার সঙ্গে সেগুলো তোশাখানায় জমা দিয়েছি।’

তার মন্তব্য, ‘অন্যরা এগুলোকে নিজের সম্পদ মনে করেন। তারা জমা দেন না। তাদের লজ্জা হওয়া উচিত।’

রাষ্ট্রের আইন না মানার প্রবণতা থাকার কারণেই সরকারের এমপি, মন্ত্রী, সরকারি কর্মকর্তারা বিভিন্ন সময় উপহার পেলেও তা তোশাখানায় জমা দেন না বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দেশে দায়িত্বশীলদের মাধ্যমে আইন নীতিমালার লঙ্ঘন একটা স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে, যারা এই নীতিমালা, আইন তৈরি করেন, মেনে চলার অঙ্গীকার করেন, তারাই সেটা লঙ্ঘন করেন। এই অবস্থা থেকে আমাদের উত্তরণ হওয়া অপরিহার্য বলে আমরা মনে করছি।’

একই কথা বলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন,‘ আমাদের দায়িত্বশীলরা বিভিন্ন সময়ে উপহার পেয়ে থাকেন। আর তারা ভাবেন, এটা নিজস্ব সম্পদ। প্রকৃতপক্ষে উপহার যাতে নিজের সম্পদ না হয়, কেউ উপহার দিয়ে ফায়দা না নিতে পারে, পাশাপাশি কেউ উপহার পেলে তা স্বচ্ছতার সঙ্গে ব্যবস্থাপনা করার জন্যই তোশাখানা আইনটি করা হয়।’