রাত ১২:৪০, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







মুজিব বর্ষ, বছরজুড়ে ২০% ছাড় পাবে পর্যটকরা

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে মুজিব বর্ষ ঘোষণা করেছে সরকার।

আর এ বর্ষ উদযাপনে ২০২০ সালজুড়ে পর্যটন নগরী কক্সবাজারে আগত পর্যটকরা পাবেন ২০% ছাড়। মুজিব বর্ষ উপলক্ষে এমন সিদ্ধান্ত নিয়েছে হোটেল-মোটেল ব্যবসায়ীদের সংগঠনগুলো।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘সম্প্রতি হোটেল-মোটেল মালিকদের সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসনের কর্মকর্তারা। ওই বৈঠকে হোটেল মালিকরা প্রস্তাব দেন ওপেন কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, গেম জোনসহ নানা প্রোগ্রামের। পুরো বছরজুড়ে এসব অনুষ্ঠান পরিচালনার জন্য জেলা প্রশাসনের প্রতি আবেদন করেন তারা। এছাড়া হোটেল মালিকরা ২০% ছাড়ের বিষয়টি জানান।’

‘কলাতলী-মেরিনড্রাইভ হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বৈঠকের বরাত দিয়ে  বলেন, বৈঠকে আমরা কয়েকটি প্রস্তাবনা দিয়েছি। তার মধ্যে অন্যতম পর্যটকদের জন্য ২০% ছাড়ের বিষয়টি। আমরা মনে করি মুজিববর্ষ উপলক্ষে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক আসবে। সে জন্য আমরা ওপেন কনসার্টসহ নানা অনুষ্ঠানের কথা জানিয়েছি।’

‘এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব-পর্যটন সেল) মো. আশরাফুল আফসার  বলেন, হোটেল-মোটেল মালিকদের সঙ্গে বৈঠকে প্রস্তাবিত বিভিন্ন অনুষ্ঠান কিভাবে করা যায় সে ব্যাপারে পরিকল্পনা করছে জেলা প্রশাসন। পর্যায়েক্রমে এসব অনুষ্ঠান করা হবে।’