সকাল ৬:৫৯, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







একাত্তরে ধর্ষণে সহায়তায় অভিযোগে সাজার এটাই প্রথম নজির

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির (জাপা) সাবেক নেতা ও প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে (১২ নম্বর) ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। দেশের বিচার বিভাগের ইতিহাসে ধর্ষণে সহযোগিতায় মৃত্যুদণ্ড সাজার এটাই প্রথম নজির।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

এর আগে কায়সারের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ৩, ৫, ৬, ৮, ১০, ১২ ও ১৬ নম্বর অভিযোগে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আপিল বিভাগ ওই ৭ অভিযোগের মধ্যে ৫,১২ ও ১৬ নম্বর অভিযোগে তার মৃত্যুদণ্ড সাজা বহাল রাখেন। ৬,৮ ও ১০ নম্বর অভিযোগে তার মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন। আর ৩ নম্বর অভিযোগে তাকে খালাস দেন।

তবে ১২ নম্বর অভিযোগে ধর্ষণের অভিযোগে কায়সারের মৃত্যুদণ্ড সর্বসম্মতি ক্রমে বহাল রাখেন আপিল আদালত। এ অভিযোগ বলা হয়েছে, সৈয়দ কায়সার ও তার বাহিনী আগস্টের মাঝামাঝি কোনও একদিন মাজেদা বেগমকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেয়। পাকিস্তানি বাহিনী তাকে ধর্ষণ করে। এ বিষয়ে মাজেদা বেগম ট্রাইব্যুনালে সাক্ষ্যও দিয়েছেন।

রায়ের পর এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ধর্ষণের অভিযোগে সহায়তা করায় এই প্রথম একটি মৃত্যুদণ্ড প্রদান করা হলো।